গভীর রাতে আযান. জনমনে আতঙ্ক

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের রাত দশটা থেকে গভীর রাত পর্যন্ত মসজিদ থেকে আযান ভেসে আসছে । এতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারন জনগন। আজ রাত দশটা থেকে আযান শুরু হয় বলে জানা গেছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া, জামপুর, সনমান্দী, নোয়াগাঁও সহ বিভিন্ন ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার মসজিদ থেকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দু’রাকাত নফল নামাজ আদায় করতে রাত এগারো আযান দেয়া শুরু হয়ে পর্যায়ক্রমে রাত বারোটায় শেষ হয়। এতে আতঙ্কিত ও স্থবির হয়ে যায় পুরো এলাকা।

একটি সুত্র জানায়, কোন রকম প্রস্তুতি ও পূর্ব ঘোষনা ছাড়াই একমসজিদে আযান হচ্ছে দেখে অন্য মসজিদে আযান হয়েছে।

অন্য আরেকটি সুত্র জানায়, পৃথিবীতে ধ্রুবতারা দেখা গেছে তাই দু’রাকাত নফল নামাজ পড়তে আযান দেয়া হয়েছে। আবার বলছে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশ অনুযায়ী আযান দেয়া হয়েছে।

এ ব্যাপারে সনমান্দি গ্রামের মশিউর রহমান শামীম জানান, আযানের আওয়াজশুনে এলাকাবাসী ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। এমনিতেই সারা দেশ স্থবির হয়ে যাওয়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি।

আপনার মতামত জানান