গণপদত্যাগের ঘোষনা কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের

প্রকাশিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে নৌকার পরাজয়ের পর এবার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গণপদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

এজন্য আগামী শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় ফরাজিকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভা আহবান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম।

গত ১১ নভেম্বর কলাগাছিয়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। বিপরীতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হন দেলোয়ার হোসেন প্রধান। ফলাফলে পরাজিত হন কাজিম উদ্দিন প্রধান।

তার অভিযোগ, নির্বাচনে সুক্ষ্ম কারচুপি হয়েছে। এদিকে নৌকার প্রার্থীর পরাজয়ের পর স্থানীয় আওয়ামী লীগের নেতাদের উপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্দ নেতা-কর্মীরা গণপদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম।

যোগাযোগ করা হলে ইব্রাহিম কাশেম জানান, ‘নৌকার প্রার্থীকে হারানো হয়। নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়। দল করে কী লাভ! ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতা- কর্মীরা গণপদত্যাগ করবেন। আগামী শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় ফরাজিকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভা আহবান করা হয়েছে।’

আপনার মতামত জানান