গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৬ দাবিতে শাহবাগ অবরোধ
বিশেষ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ ছয় দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা।
তাদের দাবিগুলো হচ্ছে— প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
এছাড়া শহীদ পরিবারের ন্যায্য সম্মানি শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে প্রদান করতে হবে; শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।
আপনার মতামত জানান