ক্যান্সার রোগীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন দুই শিক্ষক

প্রকাশিত


বন্ধুর অসুস্থ বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় তাদের মৃত্যু হয়। আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহাসড়কের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরো তিনজন।

নিহতরা হলেন কুমিল্লা তিতাস উপজেলার বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবির এবং ইউনিটি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। এদের মধ্যে কবির উপজেলার গোপালুর গ্রামের জানু মোল্লার ছেলে এবং ফারুক গোপালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা যায়, ওই দুই শিক্ষকের এক বন্ধুর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য তিতাস উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত শিক্ষক হুময়ূন কবিরের বাবা জানু মোল্লা বলেন, বন্ধুর বাবাকে বাঁচাতে গিয়ে আজ কবির ও তার আরেক সহকর্মী প্রাণ দিয়েছে। আমার পরিবারের এখন কে দেখবে।


কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে কাঁচপুর কিউট পল্লী এলাকায় অনন্ত গার্মেন্টের সামনে বিপরীত দিক থেকে আস পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত জানান