কায়সার হাসনাতের নেতৃত্বে রয়েল রিসোর্ট পরিদর্শন

প্রকাশিত

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার পর রয়েল রিসোর্ট, আওয়ামীলীগের পার্টি অফিস, যুবলীগ ও ছাত্রলীগের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁও রয়েল রিসোর্ট পরিদর্শনে গেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার (১০ই এপ্রিল) বিকেল ৫ টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ফ্লোর পরিদর্শন করেন নেতারা।

পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগ নেতারা রয়েল রিসোর্ট ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা সহ সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,  জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক সনমান্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল, আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, পিরোজপুর ইউপি আওয়ামী লীওগ নেতা শামসুজ্জামান শামসু, সেবক লীগের সভাপতি আরিফুর রহমান রবিন, কেন্দ্রীয় স্বাধীনতা পরিষদের সাংগঠনিক সম্পাদক করিম আহমেদ, শেখ রাসেল শিশু কিশোর, পরিষদের সভাপতি রাসেল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়

আপনার মতামত জানান