কায়সার হাসনাতের জন্মদিন পালন করলেন গাজী মুজিবুর

প্রকাশিত

সোনারগাঁ আওয়ামী লীগের প্রাণ পুরুষ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতির অহংকার আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের জন্মদিন পালন করেছেন সোনারগাঁ উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা। সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি, সোনারগাঁ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী  গাজী মুজিবুর রহমানের আয়োজনে কেক কেটে প্রিয় নেতার জন্মদিন পালন করেছেন। রোববার সন্ধ্যায় উপজেলার উদ্ববগঞ্জে যুবলীগের কার্যালয়ে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, নোয়গাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্ন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পৌর আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী, সাবেক কাউন্সিলর আমির হোসেন, গাজী আলমগীর, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মেরাজ আহমেদ, যুবলীগ নেতা রেজোয়ানুল হক টিটু, আবুল ফয়েজ রিপন, শাহ্ মোয়াজ্জেম মিন্টু, গাজী ওমর ফারুক, শাহীন আলম স্বাধীন, নুরুল ইসলাম, মোখলেসুর রহমান, মাহফুজুর রহমান, আবু হোসেন প্রমূখ।

আপনার মতামত জানান