কাঁচপুরে চাকুসহ একজন ছিনতাইকারী আটক
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাকুসহ একজন ছিনতাইকারীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আজ ১০ জানুয়ারি দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দুলাল হোসেন মুন্নার (৪২) বাড়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকায়।
হাইওয়ে পুলিশ সুত্র জানায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার মোঃ কামরুজ্জামান (৪৮ সাইকেলযোগে চিটাগাং রোডের দিকে যাওয়ার সময় অভিযুক্ত ছিনতাইকারী তাকে আটক করে চাকুর ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোক জনের সহযোগিতায় ঘটনাস্থলেই অভিযুক্ত মুন্নাকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ১টি চাকু ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত জানান