ওজন কমাও মাসুদ

প্রকাশিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন ছাত্রদল নেতা মনসুরা আলম। এতে তিনি বলেন, ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে।

বেসরকারি একটি টেলিভিশনের একটি টকশোতে এই অভিযোগ করেন আব্দুল হান্নান মাসুদ। এসময় তিনি বিএনপির এক নেতাকে তার ক্ষুদে বার্তা দেখিয়ে বলেন, আপনারা কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

প্রদুত্তরে তিনি বলেন, তুমি বুঝলে কীভাবে সে ছাত্র দলের নেতা। তখন হান্নান মাসুদ বলেন, সে আমার বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে। কাজেই না চিনার প্রশ্নেই আসে না। আপনি তার ফেসবুক আইডি ঘুরে আসতে পারেন। তখন বিএনপির নেতা বলেন, আমরা তো অনেক ব্যবস্থাই নিচ্ছি।

আপনার মতামত জানান