এ নিয়ে ৮মবারের মতো গ্রেফতার মাসুদ

প্রকাশিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১০ মামলার আসামি মাসুদকে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৬৩৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার (৮ মে) দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির এসব তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৭ মে) রাতে তারাবো দক্ষিণ পাড়া সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলের কার্টুন কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, এ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার মাসুদ এর আগেও একই স্থান থেকে সাত বার র‍্যাবের হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ সংঘটনে জড়িত থাকায় রূপগঞ্জ থানায় প্রায় ১০টি মামলা রয়েছে।

আপনার মতামত জানান