এসপি আক্তার পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃতি সন্তান এসপি আক্তার পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। পুলিশ এসোসিয়েশনের গর্বিত সদস্য নির্বাচিত হওয়ায় সোনারগাঁবাসী তাঁর সামগ্রিক সফলতা, নিষ্ঠার দায়িত্ব পালন করতে তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন।
বাংলাদেশ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও এসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যার সমাধানে এই এসোসিয়েশন বিশেষ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, আমরা মুজিববর্ষে দাঁড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি । গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে এসোসিয়েশনের ভূমিকা কি হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে।
১৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ঢাকা রেঞ্জ অফিসে পুলিশ সুপার সোনারগাঁয়ের সন্তান এসপি আক্তার হোসেন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়ে সোনারগাঁবাসীকে গর্বিত কনেছেন।
সোনারগাঁয়ের সন্তার এসপি আক্তার হোসেন (বিপিএম) বাংলার প্রাচীন রাজধানীখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দ গ্রামের সন্তান।
তিনি চাকুরী জীবনে সিলেট মেট্টোপলিটন পুলিশ, পুলিশ হেডর্কোয়াটাস, ফরিদপুর, অতিঃ আইজিপি (প্রশাসন)-এর ষ্টাফ অফিসার এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) মহোদয়ের ষ্টাফ অফিসার হিসেবে ২০১৫-২০১৮ সাল পর্যন্ত প্রায় ৩ বছর ১ মাস সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং তার কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৫, ২০১৬ এবং ২০১৮ সালে Inspector General of Police Exemplary Good Service Badge Award লাভ করেন এবং ২০১৭ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক Bangladesh Police Medal (BPM) এ ভূষিত হন।
সোনারগাঁয়ের কৃতি সন্তান এসপি আক্তার হোসেন সদস্য হওয়ায় সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান তার সুস্বাস্থ্য ও উত্তোরোত্তর সফলতা কামনা করেন।
এ ব্যাপারে এসপি আক্তার হোসেন বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার দায়িত্ব ও দায়িত্ব পালন করতে পারি পরম সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে।
এ সময় তিনি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত জানান