এবার পরিবর্তন আসছে ইনস্টাগ্রামের অ্যালগরিদমেও

প্রকাশিত

সাম্প্রতি গাজায় সংঘাত চলাকালে ফিলিস্তিনপন্থী বার্তাগুলো চেপে রাখার অভিযোগ আনা হয়েছে ইনস্টাগ্রামের বিরুদ্ধে। আর এই অভিযোগের পর নিজেদের প্ল্যাটফর্মে বিষয়বস্তু প্রদর্শনের অ্যালগরিদমে পরিবর্তন আনতে যাচ্ছে ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এটি ‘স্টোরি’তে থাকা রি-শেয়ার করা পোস্টের বদলে মূল কনটেন্টকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। এখন এই পরিবর্তনের পর দুটিকেই সমান গুরুত্ব দেওয়া হবে।

বর্তমান সিস্টেমের কিছু ধরনের পোস্টে প্রত্যাশার চেয়ে বড় প্রভাব পড়েছিল গাজা সংঘাতে। ইনস্টাগ্রাম বলেছে, তবে এই প্রক্রিয়ার ফলে মনে হচ্ছিল কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে সেন্সর করার চেষ্টা করা হচ্ছে, যা পুরোপুরি অনিচ্ছাকৃত।

সম্প্রতি গাজায় সংঘাত চলাকালে উভয় পক্ষের সমর্থনের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

ফিলিস্তিনপন্থী এমন বহু পোস্ট ছিল, যা রি-পোস্ট করা হয়েছিল। ফলে ইনস্টাগ্রামের নিয়ম অনুযায়ী সেসব তেমন একটা গুরুত্ব পায়নি। আর সে জন্যই মূলত ইনস্টাগ্রামের বিরুদ্ধে পোস্ট দমনের অভিযোগটি উঠেছিল।

সূত্রঃ কালেরকণ্ঠ

আপনার মতামত জানান