এগারো রঙে দেখা মিলল সূর্যের
![](https://dailysonargaon.com/wp-content/uploads/2023/12/inbound963830708932759389.jpg)
এগারোটি আলাদা আলাদা রঙে দেখা মিলল সূর্যের। সূর্যকে এত রূপে কেউ দেখেনি সম্ভবত। আর তা সম্ভব হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কল্যাণে। সূর্যের ছবি তুলে পাঠাল আদিত্য এলওয়ানের টেলিস্কোপ।
সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ তাক করা আছে সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ারে। আর সেখান থেকেই সূর্যের নানা রঙের ছবি তুলে আনল ইসরো।
ইসরো জানিয়েছে, সৌরযান আদিত্য এলওয়ানের সঙ্গে রয়েছে এ সুট টেলিস্কোপ। গত ২০ নভেম্বর সুটের পাওয়ার অন করা হয়। ৬ ডিসেম্বর প্রথম ছবি তোলে সুট। ১১ ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্যর টেলিস্কোপ।
সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে। এ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে। বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলের গতিবিধি বুঝতে এ ছবিগুলি সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে পৃথিবীর জলবায়ুর উপর সৌর বিকিরণের প্রভাবের ওপর নিয়ন্ত্রণ আনতেও সাহায্য করবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
একনজরে দেখে নেওয়া যাক, সূর্যের কাছে গিয়ে কেমন ছবি তুলে পাঠাল ইসরোর টেলিস্কোপ।
আপনার মতামত জানান