এক লাখ ৫৬ হাজার করোনার টিকা নারায়ণগঞ্জে
নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমদানিকৃত টিকা নারায়ণগঞ্জে পৌঁছেছে। মঙ্গলবার রাত ৯টার পর ওষুধ কম্পানি বেক্সিমকো ফার্মেসি নাম ফলক লাগানো একটি ফ্রিজার ভ্যান ঢাকা থেকে এই টিকা বহন করে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসে। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় একযোগে টিকা প্রয়োগ শুরু হবে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, কভিড-১৯’র এক লাখ ৫৬ হাজার ডোজ তারা পেয়েছেন। সিভিল সার্জন কার্যালয় ভবনে দুটি কোল্ড স্টোরেজ রয়েছে, তার একটির মধ্যে এই কভিড-১৯ ডোজগুলো রাখা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা আধুনিক হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে কভিড-১৯ টিকা দেওয়া শুরু হবে।
আপনার মতামত জানান