উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্ধকৃত ৩১ শয্যা বিশিষ্ট এ হাসপাতাল ভবন নির্মানের কাজটি পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রূপালী এন্টারপ্রাইজ। হাসপাতালটির নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহা সচিব লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মহসিন, সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন, সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, শম্ভূপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রউফ,আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব রায়হান প্রমুখ।

প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের স্বল্প শয্যা থাকায় এলাকার অধিকাংশ রোগী দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ছিল। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করা হলে এ হাসপাতালটিতে উন্নত মানের চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে।

তিনি আরো জানান, তৃতীয় তলা বিশিষ্ট ৫০ শয্যা এ হাসপাতালের ভেতরে জরুরি বিভাগ ও আউটডোর চালু করা হবে। রোগীরা আউটডোর থেকে প্রতিদিন প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সংগ্রহ করতে পারবে।

আপনার মতামত জানান