উপজেলা গেট প্রভাবশালীদের দখলে, ভোগান্তি

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রধান ফটকের সামনে রড-সিমেন্টের দোকান, রাস্তায় খানাখন্দ ও ফেস্টুন ব্যানারের জন্য সাধারণ মানুষের চলাচলে দুর্বিষহ ভোগান্তিতে পড়তে হচ্ছে। সোনারগাঁ উপজেলা কার্যালয়ের সামনে প্রভাবশালীদের এমন অনাচারে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জানা যায়, সোনারগাঁ উপজেলার প্রশাসনিক কার্যালয়ের প্রধান ফটকের বাম পাশেই রড-সিমেন্টের দোকান। সরকারি এ মার্কেটের ফুটপাত দখল করে প্রতিদিনই রড ও সিমেন্ট লোড আনলোড করছে। এছাড়া বিদ্যুতের খুঁটিতে লোহার সরলযন্ত্র বসিয়ে রডের চুড়ি তৈরি করছে ব্যবসায়ীরা। ডানদিকের উপজেলা পরিষদের বাউন্ডারি ও প্রধান গেইট নির্মান কাজের উদ্বোধনী ফলকের সাথে বসানো পল্লী বিদ্যুতের খামের দুইফিট ফাকা অংশ দিয়েই উপজেলা, উদ্ববগঞ্জ বাজার ও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। কিন্তু মুজিব বর্ষ উপলক্ষে স্থানীয় প্রভাবশালীরা ফেস্টুন টাঙ্গিয়ে রাস্তাটি পুরোপুরো বন্ধ করে দিয়েছে। এতে ব্যস্ততম এ রাস্তার ব্রিজের ঢাল দিয়ে চলাচলরত গাড়ির হর্ন উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। এছাড়া ফুটপাতের ওপর তৈরি করা ম্যানহোলের ঢাকনাটি ভেঙে গেলেও সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ভাঙা ম্যানহোলের পাশে উপজেলার দেয়াল ঘেষে এবং পংখীরাজ ব্রিজের পূর্বপাশ দখল করে খোলা জায়গায় দীর্ঘদিন ধরে রডের গোডাউন বানিয়ে রেখেছে এক রড ব্যবসায়ী প্রতিষ্ঠান।

সরেজমিন গিয়ে দেখা যায় রড, সিমেন্ট, ফেস্টুন আর গর্ত পেরিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়রা জানান ফেস্টুনগুলো মাটি থেকে সাত ফিট ওপরে লাগালে চলাচলে বাধা সৃষ্টি হতো না। অপরিপল্পিত ফেস্টুনের কারণে ব্যস্ততম এ রাস্তায় অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়।

প্রাপ্তী স্টুডিওর মালিক বিপ্লব জানান, রাস্তায় দীর্ঘদিন ধরেই ম্যানহোলের ঢাকনা ভেঙে আছে, এখানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। তাই আমার স্টুডিওর সাইনবোর্ডটি গর্তের ওপর দাঁড় করিয়ে দিয়েছি যাতে কোন দুর্ঘটনা না ঘটে।

ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা জানান, রাস্তায় গর্ত, রডের গোডাউন এবং বিদ্যালয়ে যেতে রাস্তার উপর স্টিলের আলমারির সিট কাটার কারণে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকি। বিদ্যালয়ে কয়েকদিন পরপর এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ইউএনও ও প্রশাসনের লোকজন আসা যাওয়া করলেও এসব সমস্যা কারো চোখে পড়ে না।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন, ম্যানহোলের ঢাকনা মেরামত সহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার মতামত জানান