উত্তরায় বেডিং মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশিত




রাজধানীর উত্তরার ১১ নং কাঁচা বাজারের পাশে বেডিং মার্কেটে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে দিকে এ আগুনের ঘটনা ঘটে।

আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে যান। বর্তমানে সেখানে তাদের অভিযান চলছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জানা গেছে, রাত দুইটার দিকে আগুন লাগে। কাঁচাবাজারটির ভেতর মুদিসহ অন্যান্য দোকান ও কয়েকটি ফার্নিচারের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া এটির ভেতর লেপ-তোশকের দোকান এবং মেশিনারি ছিল। আগুন লাগার পর দোকানিরা ছুটে এসে জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

আপনার মতামত জানান