ঈদের রাতে ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

প্রকাশিত




সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে ঈদের দিন রাতে প্রায় ১০/১২টি ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এব্যাপারে মঙ্গলবার সকালে ওই বাগানের মালিক হাজী শাহাবুদ্দিন এর ছেলে মো. আক্তার হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের ফলজ বাগানে গিয়ে হাজী শাহাবুদ্দিন এর স্ত্রী মোসা: খোশমেহের দেখতে পান বাগানে আম্রপালি আম গাছ, চায়না জাতের লিচু গাছ, জাম্বুরা গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ ও কলা গাছসহ প্রায় ১০/১২টি গাছ গোড়া থেকে কাটা।

পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা গিয়ে গাছ কাটার ঘটনাটি দেখতে পান।
এ ব্যাপারে বাদী আক্তার হোসেন জানান, রাতের আঁধারে কে বা কারা এ বাগানে ঢুকে বিভিন্ন জাতের ফলজ গাছগুলো কেটে ফেলেছে। যার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।

এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরো জানান, ঈদের ৩/৪ দিন আগে এ বাগানের পাশেই তার প্রবাসী ভাইয়ের ঘরের প্রধান ফটকের দুটি তালা রাতের আঁধারে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আপনার মতামত জানান