ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

প্রকাশিত

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী দামেস্কের আকাশে মঙ্গলবার রাতে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। খবর সিরিয়ার বার্তা সংস্থা সানার। ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ইসরাইল লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর হামলা চালায়।

তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার বেশিরভাগই ভূপাতিত করেছে। ইসরাইলি আগ্রাসনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় গত ৫ মে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রায় এক মাস পর এই প্রথম ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালাল।

সূত্রঃ যুগান্তর

আপনার মতামত জানান