ইউএনও মো. সাইদুল ইসলাম সোনারগাঁয়ে যোগদান করছেন

প্রকাশিত

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করছেন দিনাজপুরের ছেলে মো. সাইদুল ইসলাম । সে ৩০ তম বিসিএস ক্যাডার। আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ঢাকা) মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তিনি ঢাকা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

তিনি দিনাজপুরের (সদর) মহারাজপুর গ্রামের সন্তান। বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তিনি দিনাজপুর গর্ভমেন্ট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে বিবিএ ও এমবিএ পাশ করেন। চাকুরি জীবনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি জয়পুরহাট, পাবনা, রাজশাহী ও নারায়ানগঞ্জের রুপগঞ্জে সুনামের সহিত কাজ করেছেন। এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ছাকুরিরত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন কমিশনারের কার্যালয়ে স্পেশাল দ্বায়িত্বে ছিলেন।

নির্বাচন কমিশন ও স্থানীয় সরকারে চাকুরির সুবাধে ফ্রান্স, ইটালী, জার্মান, বেলজিয়াম, চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ সফর করেছেন।

উল্লেখ্য যে গত ১৬ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানকে প্রত্যাহার করে ১৮ ফেব্রুয়ারি মো. সাইদুল ইসলামকে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন।

 

 

আপনার মতামত জানান