আড়াইহাজারে পাওনা টাকা চাওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ীর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার সেই চাল ব্যবসায়ী মো. ইব্রাহিম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (২ জুলাই) পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ী ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আব্দুল খালেকের ছেলে।
গত ৩০ জুন দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের হাজী দাইয়ানের ৬তলা ভবনের নিচতলা থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুরে চাল কেনার জন্য উপজেলার বাজারে যান ইব্রাহিম। ওই সময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামুল তাকে ফোন করে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬তলা ভবনের নিচতলায় হাত-পা বেঁধে ফেলে রাখে। তারা ইব্রাহিমের মুখ বেঁধে ব্যাপক মারধর ও নির্যাতন করে।
তিনি আরো বলেন, ‘ইব্রাহিমের খোঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় জিডি করেন। পরদিন সকালে কান্নার শব্দ পেয়ে ওই ভবনের লোকজন ইব্রাহিমকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, ইব্রাহিম উদ্ধার হওয়ার পর তার ভাই কাইয়ুম বাদী হয়ে এনামুল ও ফেরদৌসের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করা হবে।
আপনার মতামত জানান