আশুলিয়ায় ভাঙাড়ির গোডাউনে ভয়াবহ আগুন

প্রকাশিত
প্রতিকী ছবি

আশুলিয়ায় একটি ভাঙাড়ি মালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাইপাইলের বগাবাড়ি এলাকার আমিনুল ইসলাম ও শহীদ নামে দুই ব্যক্তির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেডের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মোট চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এর আগেই গোডাউনের সব মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ওই গোডাউনে ভাঙাড়ি মালামাল ও প্লাস্টিকের বস্তা রাখার কারণে আগুনের তীব্রতা বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ যুগান্তর

আপনার মতামত জানান