আমার বিশ্বাস ছিল যে আমি রান করতে পারবো: শান্ত

প্রকাশিত

ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছে নাজমুল হোসেন শান্তর। দিন শেষে ২৮৮ বলে ১২৬ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি। বাংলাদেশকে এই টেস্টে চালকের আসনে বসানোর মূল কৃতিত্ব তারই।

অসাধারণ একটি দিন কাটানোর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথাও বলেছেন শান্ত। জানালেন নিজের উপর বিশ্বাস অটুট ছিল তার। তিনি বলেন, ‘নিজেকে কারো কাছে প্রমাণ করার কিছু নেই। আমি শুধু নিজের খেলাটা উপভোগ করতে চেয়েছি এবং রান তোলার চাপটা নিতে চাইনি। আমি অনেক পরিশ্রম করেছি। আমার বিশ্বাস ছিল যে আমি রান করতে পারবো। সফল হয়ে ভালো লাগছে।’

এদিকে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে টাইগাররা। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৩০ রান। ১৪০ রানে পৌঁছে গেছেন শান্ত। অধিনায়ক মুমিনুল ব্যাট করছেন ৭৪ রানে। দুজনে ইতোমধ্যে গড়েছেন ১৭৮ রানের জুটি। সূত্রঃ কালেরকণ্ঠ।

আপনার মতামত জানান