আবাদি ও অনাবাদি জমিতে ফসল উৎপাদনের পরামর্শ
করোনা ভাইরাসের কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষকদের আবাদি ও অনাবাদি জমিতে ফসল উৎপাদন করার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেহপুর এলাকায় কৃষি জমির কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদন ব্লক পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অনস্বীকার্য ।বর্তমানে বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও কৃষকেরা জমিতে বিভিন্ন ফসল আবাদ করেছেন। তাদের কাজের সহযোগী হিসেবে সোনারগাঁ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করে যাচ্ছে । উপজেলা কৃষি অফিসার ,কৃষি সম্প্রসারন অফিসার এবং ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান যেমন-কিভাবে ১ ইঞ্চি জমিও অনাবাদি না রেখে তা আবাদের আওতায় আনা যায়, প্রদর্শনী বাস্তবায়ন, প্রনোদনা কার্যক্রম বাস্তবায়ন,বোরো ধান কর্তন সহ খরিপ -১ এর বিভিন্ন ফসল(পাট, তিল সবজি, আউশ) আবাদ ও পরিচর্যা নিয়ে নিয়মিতভাবে মাঠ পরিদশর্ন সহ আলোচনা অব্যাহত রেখেছে।
সাধারন ছুটি /লকডাউন এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকের প্রয়োজন মোতাবেক মোবাইল মনিটরিং এর মাধ্যমেও পরামর্শ দিচ্ছে। এছাড়া তারা সার ও বালাইনাশকের দোকান মনিটরিং করছে, যাতে সঠিক সময়ে কৃষক তাদের কাঙ্খিত সেবা পেতে পারে ।কারন কৃষির উন্নয়ন হলেই অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে।
তিনি আরো জানান যে বর্তমানে আবহাওয়া অবষ্থা তেমন ভালো না,প্রা্য়ই ঝড় /বৃষ্টি হচ্ছে ,তাই বোরোধান ৮০% পাকা হলেই কৃষকরা যাতে দ্রুত ধান কেটে ঘরে তুলে নেন এবং কৃষি বিষয়ক যেকোনো পরামর্শর জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে।
আপনার মতামত জানান