আবরার ফাহাদের স্মরণসভায় হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে নিহত হওয়া আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত স্মরণসভায় এ হামলা চালানো হয়।
হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এম মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের কয়েক শ ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।
হামলায় ছাত্র অধিকার পরিষদের কর্মসূচির চেয়ার ও মাইক ভেঙে দেন এবং ব্যানার পুড়িয়ে দেন ছাত্রলীগ নেতারা। এ সময় ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন। এর মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসান আহত হন৷ ঘটনার সময় পাটকেলের আঘাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আহত হন।
ছাত্রলীগের অনুষ্ঠানে হামলার ঘটনায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, তারা (ছাত্র অধিকার) ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না। এ সময় তারা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।
এ বিষয়ে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, তারা আমাদের কর্মসূচিতে এসে হামলা করে। আমিসহ ১৩ জন আহত হয়েছি। বর্তমানে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।
আপনার মতামত জানান