আধ্যাত্মিক সাধক সামসু পাগলা ইন্তেকাল করেছেন
অসংখ্য ভক্তহৃদয়কে কাঁদিয়ে হযরত দয়াল বাবা সামসু পাগলা ইন্তেকাল করেছেন। শুক্রবার(০৩জুলাই) সন্ধ্যায় তার নিজ দরবারে (বাড়িতে) ইন্তেকাল করেছেন।(ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আধ্যাত্মিক সাধক সামসু পাগলা দেশের অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার অলৌকিক ক্ষমতা বলে। তিনি ভক্তহৃদয়ের মনের কথা বলে দিতেন অবলিলায়। ভক্তরা যে কোন বিপদ থেকে উদ্ধার পেতে হাজির হতেন বাবার দরবারে। অনেকে উপকৃত হয়ে বার বার হাজির হতেন। একমনে, একধ্যানে বাবার দরবারে হাজির হয়ে কেউ খালি হাতে ফেরেননি এমন দাবী পাগলার ভক্তবৃন্দের। তিনি ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী ও শুভার্থী ও অসংখ্য ভক্ত বৃন্দ রেখে গেছেন।
আগামীকাল শনিবার(০৪জুলাই) বড় রায়পুরা গ্রামের তার নিজ বাসভবনে তিন ঘটিকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ৩০ মিনিট পর পর দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারিবারিকসুত্র নিশ্চিত করেছে।
আপনার মতামত জানান