আজ সাংবাদিক মনিরের জন্মদিন

প্রকাশিত



সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মনিরুজ্জামান মনিরের জন্মদিন আজ। সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সফল সাধারন সম্পাদক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, থানা প্রেসক্লাবের উপদেষ্টা, হাসান খান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশনের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য এবং নারায়ণগঞ্জ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও প্রথম অঅলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ১৯৭৮ সালের ৫ মে উপজেলার সনমান্দী ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।


সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুজ্জামান মনিরের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম জন্মদিনের শুভেচ্ছা স্বারকে সুশোভিত হয়েছে।

সোনারগাঁয়ের অন্যতম সাংবাদিক, দানবীর শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মনিরুজ্জামান মনির সবক্ষেত্রে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছিলেন একজন সফল মানুষ হিসেবে। জিরো থেকে শুরু করে তিনি ওঠেছেন সফলতার উচ্চ আসনে। যিনি শুধু আমাদেরই নয় ভবিষ্যত প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন। সবমহলের প্রিয় এ মানুষটি তরুণ প্রজন্মের আইডল হিসেবে বিবেচিত।

সাংবাদিকতা ও ব্যবসায় ব্যাপক সাফল্য পাওয়ায় সাথে সাথে একজন শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানে দান খয়রাতের মাধ্যমে ব্যাপক অবদান রেখে চলেছেন। অদম্য সাহস, সততা, বিশ্বস্ততার গুণেই তিনি একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তিনি তিনবার বড় হজ্ব ও এগারবার ওমরা পালন করেছেন।

শৈশব থেকেই তিনি পড়াশুনার প্রতি মনোযোগী এবং মেধাবী ছিলেন। মেধা, শ্রম , সততা দ্বারা তিনি কাঙ্খীত সাফল্য অর্জন করেছেন। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হয়েছেন।

লেখাপড়ার প্রতি তাঁহার প্রচুর আগ্রহ থাকায় শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এ হাসান খান উচ্চ বিদ্যালয়ের সভাপতির দ্বায়িত্ব নিয়েই তিনি অসহায় শিক্ষার্থীদের লেখা পড়া সম্পূর্ণ ফ্রি করে দেন। তিনি কোন পরিক্ষায় সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করেন না। হাসান খান উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছেন। পাশাপাশি তিনি সোনারগাঁয়ের সবচে পুরনো বিদ্যাপীঠ সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার দানের অন্ত নেই।


আলহাজ্ব মনিরুজ্জামান মনির আজীবন মানুষের কাছে একটি উদাহারণ ও দৃষ্টান্ত হয়ে থাকবেন। সাধারণ মানুষের ভালবাসা তার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।  তিনি ভালবাসেন সব শ্রেণীর মানুষকে। মানুষও তাকে মনের মনি কোঠায় স্থান করে জায়গা করে নিয়েছেন মানুষের ভালবাসার স্থানে।

 

আপনার মতামত জানান