আজ উদ্বোধন হচ্ছে সোনারগাঁয়ে সবচে বৃহৎ রুফটপ রেস্টুরেন্ট

প্রকাশিত

ইট-পাথরের নগরে ব্যস্ততার ফাঁকে একটু প্রশান্তি চান নাগরিকরা। অবসরে প্রিয়জনদের নিয়ে একটু ভালো সময় কাটানোর আশা কে না করে। কিন্তু এত দিন তা শুধু স্বপ্নই ছিল। এবার সোনারগাঁবাসীর সেই অধরা স্বপ্ন পূরণ হতে চলেছে। সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করে একটু প্রশান্তি ও স্বাস্থ্য সহায়ক খাবারের স্বাদে সতেজ হবেন আপনিও।

আজ সকাল ১০ টায় ঐতিহাসিক সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় মদিনা টাওয়ারের ছাদে যাত্রা শুরু করবে সর্ববৃহৎ স্কাইভিউ রুফটপ রেস্তোরাঁ ‘এসএ গ্রীণ লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্ট’।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই হাজার বর্গফুটের এই রেস্তোরাঁয় একসঙ্গে প্রায় ১০০ জন অতিথি দেশি-বিদেশি খাবারের স্বাদ নিতে পারবেন। অতিথিদের জন্য থাকছে অ্যারাবিয়ান, মোগল, কন্টিনেন্টাল, পুরান ঢাকার খাবারসহ লাইভ কাবাব ও সি-ফুড স্টেশন।

খাবারের স্বাদ নিতে নিতে উপভোগ করা যাবে শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক নগরীর পারিপার্শ্বিক নান্দনিকতা। এসএ গ্রীণ লাউঞ্জ রেস্টুরেন্টের ভেতরে ও বাইরে রয়েছে বসার ব্যবস্থা।

এসএ গ্রীণ লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্টটি পরিচালনা করবে উচ্চশিক্ষিত নতুন প্রজন্মের একদল প্রশিক্ষিত প্রতিনিধি। এসএ গ্রীণ লাউঞ্জ রেস্টুরেন্টের উদ্যোক্তা প্রভাষক আল-আরেফিন বলেন, ‘আমরা বিনিয়োগ করার জন্য প্রস্তুত ছিলাম অনেক দিন ধরেই। কিন্তু সঠিক জায়গা না পাওয়ায় এ ধরনের কিছু করতে পারিনি।

তিনি আরো বলেন, ৭০০ বছরের ঐতিহ্যবাহী এমন নগরে রুফটপ রেস্তোরাঁ করতে পারা বিশাল আনন্দের। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

উদ্যোক্তা লিটন বলেন, ‘এসএ গ্রীণ লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্ট’ উদ্বোধনের মাধ্যমে সোনারগাঁয়ে নতুন পালক যুক্ত হবে। এখানে সব রকম পারিবারিক অনুষ্ঠান উপভোগ করার সুব্যবস্থা থাকছে।

আপনার মতামত জানান