আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বৈধ ঘোষণা
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করেন। আপিলে তিনি অভিযোগ করেন, মান্নান তার হলফনামায় সম্পদের তথ্য ভুলভাবে উল্লেখ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনে আপিল শুনানির আবেদন জানান।
নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগটি গ্রহণযোগ্য নয় বলে মত দেন এবং আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ সিদ্ধান্তের মাধ্যমে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।


আপনার মতামত জানান