আওয়ামীলীগের বর্ধিতসভায় জাতীয় পার্টি
জাতীয় পার্টির বি-টিম হিসেবে কাজ করে সোনারগাঁ আওয়ামীলীগের একাংশ এমন কথা চাউর আছে সোনারগাঁ তথা নারায়ণগঞ্জে। তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের আশা ছিল আহবায়ক কমিটির মাধ্যমে আ’লীগের এ কলঙ্ক গুছবে। কিন্তু সময় যতো যাচ্ছে ততোই আওয়ামী নেতাকর্মীদের সামনে ঘোরঅমাবশ্যা নেমে আসছে। আহবায়ক কমিটির একাংশ জাতীয় পার্টির বি-টিম হিসেবে কাজ করে চলছেন এখনো। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের কিছু নেতারা গোপন বৈঠকে বসছেন জাতীয় পার্টির নীতি নির্ধারকদের সাথে বিভিন্ন সুত্রে এমন খবরও পাওয়া যাচ্ছে। এ বিষয়টা বর্তামনে ওপেন সিক্রেট হয়ে দেখা দিয়েছে আওয়ামীলীগের বর্ধিত সভায় জাতীয় পার্টির নেতার উপস্থিতি। এ নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের একটি ফেসবুক পোষ্ট মূহুর্তেই ভাইরাল হয়েছে। পোষ্টি হুবহু তুলে ধরা হলো :
সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের নামের তালিকা যাচাই বাছাই করে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগে পাঠানোর জন্য আগামীকাল সোমবার রয়্যাল রিসোর্টে সভা ডেকেছে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি। উপজেলার কোনো ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত না হলেও সনমান্দি ইউনিয়নে আজ বিকালে একটি বর্ধিত সভার নামে একটি নাটক মঞ্চস্থ হলো!
প্রার্থী যাচাই-বাছাইয়ের ওই সভাতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা করার কথা থাকলেও বর্ধিত সভায় দলীয় পদ পদবী ছাড়া নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ওই সভায় জাতীয় পার্টির সনমান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনার রশিদ মেম্বার সামনের আসনে বসা ছিলেন।
সনমান্দি ইউনিয়নের কয়েকজন প্রবীন নেতা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের ছবি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অভিযোগ করে বলেন, বর্তমানে সোনারগাঁ আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে কতটা দুর্বল তার প্রমাণ বর্ধিত সভার মতো একটি সভাতে জাতীয় পার্টির প্রতিনিধিকে উপস্থিত রাখতে হয়।
আপনার মতামত জানান