অসময়ে বৃষ্টি, লোকসানে আমন চাষীরা

প্রকাশিত



ধান কাটা হয়েছিল। ঘরে তোলার আগেই বৃষ্টি সেই পাকা ধানে যেন মই দিয়ে গেছে। পানি জমে থাকা ক্ষেত থেকে সেই ধান রক্ষার চেষ্টা করছেন দুই কৃষক। গতকাল যশোর সদরের হাশিমপুর মাঠ থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

তিন দিনের বৃষ্টিতে যশোর অঞ্চলে উঠতি রোপা আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। জমে থাকা পানিতে মাঠজুড়ে কেটে রাখা পাকা ধান পচে যাওয়ার উপক্রম হয়েছে।

কৃষকরা বলছেন, এ মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও শেষ সময়ে বৃষ্টির কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। আর কয়েক দিন সময় পেলেই এসব ধান ঘরে তুলতে পারতেন, কিন্তু অসময়ের বৃষ্টি তাঁদের সোনালি ধানের ক্ষেতে যেন মই দিয়েছে।

জানা গেছে, বৃষ্টিতে এমন ক্ষতির শিকার হয়েছেন যশোর জেলাসহ আশপাশের জেলার হাজার হাজার কৃষক। বৃষ্টিতে ধানের দাম কম পাওয়াসহ গোখাদ্যের জন্য নির্ভরশীল বিচালির মারাত্মক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

গতকাল মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার হাশিমপুর, এনায়েতপুর ও রহেলাপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে জমে আছে বৃষ্টির পানি। সেই পানির মধ্যে পড়ে আছে কৃষকের কেটে রাখা পাকা ধান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে যশোর জেলায় এক লাখ ৩৮ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৩৩ শতাংশ জমির পাকা ধান কাটা শেষ হয়েছে। কাটা ধানের কিছু অংশ কৃষকের ঘরে উঠলেও বেশির ভাগ ধান মাঠেই রয়েছে। কিন্তু শেষ সময়ে বৃষ্টির কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তে আমরা চাষিদের কাটা ধান একটু উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি।’

আপনার মতামত জানান