অবৈধভাবে নদী দখল, ৪ শ্রমিক আটক

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স ও হেরিটেজ পলিমার এন্ড ভেজিটেবলস লিমিটেড নামক একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক আল মোস্তফা আদালতের রায় উপেক্ষা করে মেঘনা নদী ও মারিখালি নদ দখল অব্যাহত রেখেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল থেকে ৪ শ্রমিককে আটক করেছে।

আজ সোমবার দুপুরে বাঁশ ও গাছের গুড়ি দিয়ে মেঘনা, মারিখালি নদ দখলের সময় প্রশাসন হাতে নাতে তাদের আটক করে। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালিক পক্ষের ২ শ্রমিককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বৈদ্যেরবাজার এলাকায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স ও হেরিটেজ পলিমার এন্ড ভেজিটেবলস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান গত কয়েক দিন ধরে নতুন করে ড্রেজার দিয়ে মেঘনা নদী দখল ও মারিখালি নদে বাশের খুটি গেরে দখল করে আল মোস্তাফ। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা প্রশাসন আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে কাজ করা অবস্থায় ৪ শ্রমিককে আটক করে।

পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্র্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কোম্পানীর ২ শ্রমিক আফজাল ও শরিফ মিয়াকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। আটক কৃত শ্রমিক আফজাল রংপুর জেলার শাহাপুর গ্রামের আবু তাহেরের ছেলে ও শরিফ রাজবাড়ি জেলার গোয়ালন্দ গ্রামের ফজলুল হকের ছেলে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : সাইদুল ইসলাম জানান, বৈদ্যেরবাজার এলাকায় ইউরো মেরিন শিপ বিল্ডার্স ও হেরিটেজ পলিমার এন্ড ভেজিটেবলস লিমিটেড নামক একটি শিল্প প্রতিষ্ঠান মেঘনা নদী ও মারিখালি নদ খল করার অভিযেগে ৪ শ্রমিককে আটকরা হয়েছে এবং সকল কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

আপনার মতামত জানান