অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় সেমাই কারখানাকে জরিমানা

প্রকাশিত

নারায়ণগঞ্জে অনুমোদন না থাকলেও সেমাই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অভিযোগে একটি সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ মে) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) হাসান বিন আলী ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে শহরের সুকুমপট্টি মসজিদ সংলগ্ন পূর্ব মসিনানগর, আনন্দনগর এলাকায় অবস্থিত আনন্দ ফুড প্রডাক্টসকে এ জরিমানা করেন।

এদিকে আনন্দ ফুড প্রডাক্টস নামক সেমাই কারখানায় অভিযানের নেতৃত্বে দিয়েছেন নারায়ণগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, ক্র্যাবের প্রতিনিধি ও সদর থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আনন্দ ফুড প্রডাক্টস নামের সেমাইয়ের কারাখানায় অভিযান চালায় নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

পরে সহকারী কমিশনার উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫০ হাজার ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় কারখানাটিকে।

এছাড়া অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় ৯ হাজার ৪১৭ প্যাকেট ও ১৪৮ টুকরিভর্তি খোলা লাচ্ছা সেমাই জব্দ করা হয়। সেগুলো লিস্ট করে কারখানার ভেতর একটি নির্দিষ্টস্থানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এগুলো কোনোভাবেই বাজারজাত না করার নির্দেশনা দেয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষকে।

তৈরিকৃত সেমাইয়ের গুণগত মান পরীক্ষা করার জন্য কয়েক প্যাকেট সেমাই পরীক্ষাগারেও পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন, বিপণন ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণে ও জনগণের স্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সূত্রঃ জাগো নিউজ।

আপনার মতামত জানান