অনলাইনে অর্ডার করলেন আইফোন ১২, পেলেন বাসন ধোয়ার সাবান

প্রকাশিত

অনলাইনে আইফোন-১২ অর্ডার করে একটি ডিশওয়াশ বার এবং একটি কয়েন পেলেন ভারতের কেরালার নুরুল আমিন। তিনি ভারতের কেরালা রাজ্যের আলুভা এলাকার বাসিন্দা। খবর এনডিটিভির।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, গত ১২ অক্টোবর নুরুল আমিন আমাজন পে কার্ড ব্যবহার করে ৭০ হাজার ৯০০ রুপি মূল্যের একটি আইফোন-১২ অর্ডার করেন। কিন্তু ৩ তিন পর ১৫ অক্টোবর ফোনের বদলে ডিশওয়াশ বার এবং কয়েন পেয়ে হতবিহবল হয়ে পড়েন তিনি।

এই ঘটনায় একজন পুলিশ অফিসার জানান, তারা আমাজনের মাধ্যমে তেলেঙ্গনার ওই বিক্রেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ২৫শে সেপ্টেম্বর থেকে ফোনটি ঝাড়খণ্ডে ব্যবহার করা হচ্ছে।

নুরুল আমিন জানিয়েছেন, তিনি প্যাকেজটি হায়দ্রাবাদ থেকে ছাড়ার পর সালেমে যে একদিন ছিল সেখানে খোলা হয়েছে বলে সন্দেহ করছেন। সাধারণত হায়দ্রাবাদ থেকে কোচিতে একটি প্যাকেজ এসে পৌঁছাতে দুই দিন সময় লাগে, কিন্তু তিনি অর্ডারের বিপরীতে পন্য তিনদিন পর হাতে পেয়েছেন। তাও সব কিছু ঠিকঠাক মতো হয়নি।

নিরাপত্তার স্বার্থে প্যাকেজিংটি খোলার সময় সেটি তিনি আমাজনের ডেলিভারি পার্টনারের সামনেই খোলেন এবং তা ভিডিও করে রাখেন। প্যাকেটের মধ্যে সাবান দেখেই তিনি আমাজনের কাস্টমার কেয়ারে ফোন করেন এবং পুলিশে অভিযোগ জানান।

আপনার মতামত জানান