অচল সেতু সচল করলেন জামায়াত নেতা

প্রকাশিত

 

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় একটি ব্রিজ ভেঙ্গে দীর্ঘদিন অচল হয়ে থাকার পর আজ জামায়াত নেতার উদ্যোগে সংস্কার করে সেতুটি সচল করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও শিক্ষা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার উদ্যোগে এ সংস্কার করা হয়। সেতুটি সংস্কার করায় স্থানীয়রা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, উপজেলার অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় একটি ব্রিজ ভেঙে যায়। সেতুটি মেরামত না হওয়ায় হাজারো মানুষের দুর্ভোগে পড়তে হয়। গত কয়েকদিন ধরে এই জনদুর্ভোগ নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নিউজ দৃষ্টিগোচর হলে দলটির কেন্দ্রীয় নেতা ইকবাল হোসাইনের উদ্যোগে স্থানীয় নেতা সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সংস্কার কার্যক্রম করেন।

ড. ইকবাল হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের দুঃখ-দুর্ভোগে সাথে থাকার। ব্রিজটি পুনঃনির্মানের জন্য আমি প্রশাসনকে জানিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আব্দুস সাত্তার, সদস্য আমির হামজা, হাফেজ হাফিজুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা ফেরদাউস প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ১৯৯১ সালে ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে ৷ এ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে ৷ ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করার দাবি স্থানীয় এলাকাবাসীর৷

আপনার মতামত জানান